কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - শিপ্রা হালদার

এ কি প্রেম?
শিপ্রা হালদার


রাতের পর রাত ঘুমোতে পারি না
বুকে এসে জমা হয় কতশত স্মৃতি ।।
তোকে যদি বলি একথা,
তুই বলবি এটাই তো প্রেম...
বয়স বেড়েছে অনেক
সাথে সাথে বেড়েছে মন।
ফেলে আসা দিনগুলো,
আজ অনন্ত অনিশ্চয়তার মাঝে,
অবোধ্য প্রশ্ন চিহ্নের মতো দাঁড়িয়ে আছে।
কুয়াশা জড়ানো রাত ফিরে ফিরে আসে,
তোর ভালবাসায় মুছে গেছে অনেকটা সময়।
আকুল ঘাসের মতো শেষ ভালবাসাটুকু
তুই গিলে নিয়েছিস.........আর
উপড়ে দিয়েছিস আমাকে নিদ্রাহীন রাত।
আজ আদি অনন্ত নীলাকাশ তোকে শুভেচ্ছা জানায়
কারন আজ নক্ষত্র নেমে এসেছে তোর জীবনে।
বর্ষার সর্বনাশা স্রোতে ভেসে যাচ্ছে আমার হৃদয় ।
কোনো রাশ আজ আর আমি টানতে পারছিনা,
T.S. Eliotএর মতো বলতে ইচ্ছে করছে---

burning...burning...burning...।
রাতের পর রাত এই না ঘুমোতে পারার বিস্ফোরন ,
জানি না এর মানে কি??
তোকে বললে তুই বলতিস ----
এটাই তো প্রেম।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন