কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - দীপক মান্না

তুমি আমার
দীপক মান্না


তুমি আমার গদ্য দিনের ফুল,
মধ্যরাতের তপ্ত ছোঁয়ায় শিহরিত শত ভুল।

তুমি আমার চোখ জুড়ানো আঁখি,
ভরদুপুরে পিয়াল শাখায় গোপন কথার পাখি।

তুমি আমার মায়ায় মোড়া ভোর,
শ্রাবণ মাসে আকাশ জুড়ে বর্ষা ঘন ঘোর।

তুমি আমার একলা নদীর নুড়ি,
চলার পথে তোমার সাথে গল্প কতই জুড়ি।

তুমি আমার বিষণ্ণ বেলার গান,
তোমার ছোঁয়ায় ভাঙছে কেমন হৃদয় অভিমান।

তুমি আমার নিশুত রাতের চাঁদ,
তোমার ভিতর হারিয়ে যাওয়ার কঠিন সে এক ফাঁদ।

তুমি আমার হারিয়ে যাওয়া সকাল,
তোমারই ভিতর লুকিয়ে আছে আমার ইহকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন