কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - অনুপম রায়

প্রিয় রাগিণী 
অনুপম রায়


আজ আমি প্রিয়ার চোখে রাগ দেখেছি
তাই--
ছন্দ গেছে কেটে !
আসলে ওকে আমি... এত্তো ভয় পাই ...

যেমন করে চাঁদ-জোছনায়
জল লেগে থাকে ঠোঁটে !

ভুল বোঝাবুঝির শেষ ছিল না
ঘুম এসেছিল চোখে
তা বলে ওকে এড়িয়ে চলা !

সহসা চন্দ্রলোকে--
অপূর্ব সব কাজল কালোর
হাজার চন্দ্রকলা

প্রিয়ার চোখের গোপন রাগের
ঋষি-শিল্পী আমি
আমার আঁকা রঙ-তুলিতে
প্রিয়া আমার রাগে

আমার আগে প্রিয়া
আমি প্রিয়ার অনুরাগে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন