কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

ভয়ার্ত ঔদাসিন্য
তন্ময় ভট্টাচার্য


কোনো এক গুটিবসন্ত শহরের চামড়ায়
নিয়ে আসে মৃত্যুর দাসখত।
সভয়ে এড়িয়ে চলে কাঁচঘেরা অভিজাত গন্ডি।
শুকনো পাতারাও আর মরতে চায় না,
সময়ের হাওয়ায় ভর করে পালিয়ে যায় দূরে।
ধুলোমাখা গাড়ির কঙ্কালটা
প্রাণপণে জপতে থাকে শেতলার নাম।
স্যুট-বুট পরা চর্বির বায়নাকুলার চোখ...
স্বল্পবাস তরুণীর সৌন্দর্যহানির আশঙ্কা...
কালো চশমায় স্বাস্থ্য দফতরের থিসিস...
পৌরসভার মানসিক তৎপরতা।

হঠাৎ এক অন্যমনস্ক লেখক
পথ ভুলে এসে দাঁড়ালো
সেই শহরের মাঝখানে;
সারা গায়ে বসন্তের ছোঁয়াচ মেখে
চলেও গেলো হাসতে হাসতে...

অধোমুখে দাঁড়িয়ে প্রশাসন।

1 টি মন্তব্য: