কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - মহঃ মেহেদী হাসান

চে-সুগন্ধী


মানুষের মাজা বাজারে ঘুরে-চরে, চলে-ফিরে
দেখেছি অনেক পন্য; কতরকমে সাজানো-সার বেঁধে মগ্ন-
বাজার আজকে সয়লাব, খোলা মুদ্রানীতির বিশ্ব।
সাবান, শ্যাম্পু, ফেসওয়াস, রোল-অন ডিওডোরেন্ট-স্প্রে--ফূৎকার--চুরুটের ধোঁয়া
হরেক রকম গেঞ্জী, সার্ট, ফতুয়া, টুপি, অন্তর্বাস-কাচুলী, জাঙ্গিয়া, পাদুকা।

হঠাৎ আবিষ্কার তুমি
সমাজতন্ত্রের মোড়কে-তোমার সুদৃশ্য, চকচকে মোহ ধরা প্যাকেটে
ঝিমিয়ে পড়া বিপ্লব, জং ধরা মানবতা;
দেদারচ্ছে বিকোচ্ছো-আদর্শের ট্রেডমার্ক-স্টারমার্ক লাগিয়ে।

যদিও অমূল্য, তবুও এখন দামী সবচেয়ে এই ভূমায়-
উন্মুক্ত বাতাস-অক্সিজেন হয়ে বদ্ধ পিপায়।

মধ্যবিত্ত-(ছাত্র, শ্রমিক, কৃষক, খেতমজুর, সর্বহারা)
এখন বেকার বুদ্ধিজীবি-অকেজো সাহিত্য সম্পাদক;
দু-মুঠো অন্ন যাও জোটে নিকোটিনের অভাব মোটে ঘোচেনা

কবিতা, ছোট গল্প, মুক্ত গদ্য, উপন্যাস, প্রবন্ধ লেখা হবে,
তোমার গাঢ়-লাল টকটকে রক্ত ছেনে ছেনে;
তোমার লাঞ্ছিত মৃত্যু, বাঞ্ছিত জীবন বাক্স বন্দী করে-
অনেক দামে বিকোবে সাহিত্য বাজারে!

রাজপথে নামার আগে-
তোমার চিত্রাঙ্কিত ডিওডোরেন্ট -
দুই বগলে আচ্ছামত;
গা থেকে ভুস-ভুস করে বেরোবে চে-চে গন্ধ -
দেহ-কাঁপানো, মন-ধাঁধানো, হৃদয়-দোলানো, চে-চে সুগন্ধ - 


1 টি মন্তব্য: