আমি তুমি এবং চাঁদ
এবার তুমি ঘুমাও,
আমি সচেতনভাবে নিখোঁজ হবো
তুমি রাতের নিস্তব্ধতায় নিয়যিত করো নিজেকে
আমি ব্যস্ত থাকব সাদা-কালো অনুভূতির অস্ত্রপ্রচারে
তুইম এখন নিমগ্ন থাকো বিভাবরী মুর্ছনায়
আমি হৃদপিন্ডে আরো বেশী স্পন্দন জমা করি
এখনো যে কিছুটা রাত বাকি আছে
তুমি বদলে নিও নিজেকে,
আমারো ভীষণ ইচ্ছে করে আমারই মত হয়
তোমার অপ্রিয়, অপছন্দের বাক্স খুলে
মুক্ত করে দেব আমারি হলুদ চাঁদকে
আর আলোকিত হবে আমারই একটুকু মধ্যবিত্ত পৃথিবী
এবার তুমি ঘুমাও,
আমি সচেতনভাবে নিখোঁজ হবো
তুমি রাতের নিস্তব্ধতায় নিয়যিত করো নিজেকে
আমি ব্যস্ত থাকব সাদা-কালো অনুভূতির অস্ত্রপ্রচারে
তুইম এখন নিমগ্ন থাকো বিভাবরী মুর্ছনায়
আমি হৃদপিন্ডে আরো বেশী স্পন্দন জমা করি
এখনো যে কিছুটা রাত বাকি আছে
তুমি বদলে নিও নিজেকে,
আমারো ভীষণ ইচ্ছে করে আমারই মত হয়
তোমার অপ্রিয়, অপছন্দের বাক্স খুলে
মুক্ত করে দেব আমারি হলুদ চাঁদকে
আর আলোকিত হবে আমারই একটুকু মধ্যবিত্ত পৃথিবী
লেখা ভালো, বানানের দিকে একটু সচেতনতা দরকার। শুভকামনা কবি। :)
উত্তরমুছুন