চুপথাকবার নয় আর চিত্ত
অর্থের কেউকেটা নয়তো,
ভয়ে ভীত কেঁদে ওঠে চিত্ত
পৃথিবীর কাছে আমি ভিত্য ।
চিন্তার নাই আর চিত্ত
শুধাও হয়ে গেছে তিক্ত ।
মারবার নেই আর চিন্তা
র্নিভয়েও কেঁদেওঠে আত্মা।
অর্থের লোভে ওরা পিপাসু
চুপ থাকবার নেই আর চিত্ত
পৃথিবীও চলেগেছে বিক্রীর দোকানে।
মিথ্যায়ও কেন চুপ চিত্ত?
চুপ থাকবার নেই আর চিত্ত।
লাল জিবে লালা ঝরা লোভে
মারা গেছে পাড়া গাঁয়ে ভিত্য,
জল নেই ঠোট ফাটা চিৎকার,
পৃথিবীও ডাক শুনে বার বার
চুপ থাকবার নেই আর চিত্ত।
আশ্বিনে নেই আর বৃষ্টি,
মরুভূমিও মরেগেছে তেষ্টা,
প্রকৃতির বুকেদেখো চেলাকাঠ
মন্দিরে নেই আর ভক্ত,
মুছে গেছে চেনা শোনা সত্যি
ভাবলেও কেঁদেওঠে চিত্ত।
ঐ দেখো বুকফাটা কান্না
শান্তির গান শুনি হৃদয়ে
শুনি ঐ নইবেদ্য,
চুপ থাকবার নয় আর চিত্ত
ঐ দেখো চিত্তের ফুলদানি
নেই তার চেতনার শব্দ
অর্থের ঘুনধরা চিন্তায়
ভুলে গেছে প্রতিবাদের শব্দ।
ঐ দেখো খিটখিটে চিন্তা
শব্দের নেই আর বেড়াজাল
শাস্তির কাঠগোড়ায় দঁত গুলো
শক্তের অপরাধে শান্তি
চুপ থাকবার নয় আর চিত্ত।
মরেনিকো অর্থের পিপাসা
বিল পাস হয়ে গেছে মৃত্যুর।
ঠিকানার ডাকঘর বন্ধ
চেতনার পরে আছে শান্তি,
ভিড়ের মাঝে দেখো চিৎকার
মিছিলের মাঝে দেখো গরুও
দিতে থাকে মিথ্যার স্লোগান
চুপ কেন চিত্তের ডাল গুলো?
ফুল ফুটবার সময় কবে আসবে?
চুপ থাকবার নয় আর চিত্ত।
দেহ আজ ব্যবসার ফুলদানি
বিক্রির দোকানে সন্মান
নেই আর কোনো কিছুর মাপকাঠি।
মিথ্যার তিরে গাথা পৃথিবী
জড় হয়েও কথাবলে হিরা-চুনি-পান্না
মিথ্যার বুকে দেখো শান্তি।
কেউকেটা করে কেন কাটা কাটি
রাজনিতির মঞ্চে দেখো স্বর্গের স্বপ্ন,
বাস্তবের ফুল আর ফোটেনা,
শিশু ও নেচে যায় মঞ্চে,
সে আজ বিনোদনের অপ্রাধী।
ভিড় করে জমে আসে শব্দে
বলবার নেই আর আবকাশ
চুপ থাকবার নয় আর চিত্ত।
অর্থের কেউকেটা নয়তো,
ভয়ে ভীত কেঁদে ওঠে চিত্ত
পৃথিবীর কাছে আমি ভিত্য ।
চিন্তার নাই আর চিত্ত
শুধাও হয়ে গেছে তিক্ত ।
মারবার নেই আর চিন্তা
র্নিভয়েও কেঁদেওঠে আত্মা।
অর্থের লোভে ওরা পিপাসু
চুপ থাকবার নেই আর চিত্ত
পৃথিবীও চলেগেছে বিক্রীর দোকানে।
মিথ্যায়ও কেন চুপ চিত্ত?
চুপ থাকবার নেই আর চিত্ত।
লাল জিবে লালা ঝরা লোভে
মারা গেছে পাড়া গাঁয়ে ভিত্য,
জল নেই ঠোট ফাটা চিৎকার,
পৃথিবীও ডাক শুনে বার বার
চুপ থাকবার নেই আর চিত্ত।
আশ্বিনে নেই আর বৃষ্টি,
মরুভূমিও মরেগেছে তেষ্টা,
প্রকৃতির বুকেদেখো চেলাকাঠ
মন্দিরে নেই আর ভক্ত,
মুছে গেছে চেনা শোনা সত্যি
ভাবলেও কেঁদেওঠে চিত্ত।
ঐ দেখো বুকফাটা কান্না
শান্তির গান শুনি হৃদয়ে
শুনি ঐ নইবেদ্য,
চুপ থাকবার নয় আর চিত্ত
ঐ দেখো চিত্তের ফুলদানি
নেই তার চেতনার শব্দ
অর্থের ঘুনধরা চিন্তায়
ভুলে গেছে প্রতিবাদের শব্দ।
ঐ দেখো খিটখিটে চিন্তা
শব্দের নেই আর বেড়াজাল
শাস্তির কাঠগোড়ায় দঁত গুলো
শক্তের অপরাধে শান্তি
চুপ থাকবার নয় আর চিত্ত।
মরেনিকো অর্থের পিপাসা
বিল পাস হয়ে গেছে মৃত্যুর।
ঠিকানার ডাকঘর বন্ধ
চেতনার পরে আছে শান্তি,
ভিড়ের মাঝে দেখো চিৎকার
মিছিলের মাঝে দেখো গরুও
দিতে থাকে মিথ্যার স্লোগান
চুপ কেন চিত্তের ডাল গুলো?
ফুল ফুটবার সময় কবে আসবে?
চুপ থাকবার নয় আর চিত্ত।
দেহ আজ ব্যবসার ফুলদানি
বিক্রির দোকানে সন্মান
নেই আর কোনো কিছুর মাপকাঠি।
মিথ্যার তিরে গাথা পৃথিবী
জড় হয়েও কথাবলে হিরা-চুনি-পান্না
মিথ্যার বুকে দেখো শান্তি।
কেউকেটা করে কেন কাটা কাটি
রাজনিতির মঞ্চে দেখো স্বর্গের স্বপ্ন,
বাস্তবের ফুল আর ফোটেনা,
শিশু ও নেচে যায় মঞ্চে,
সে আজ বিনোদনের অপ্রাধী।
ভিড় করে জমে আসে শব্দে
বলবার নেই আর আবকাশ
চুপ থাকবার নয় আর চিত্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন