কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - ফারহানা খানম্

অঞ্জলি


জোনাক আলয় জ্যোৎস্না বুনে রাতের
ছায়াকে বিচূর্ণ করেছ .
কালপুরুষ বিস্ময়ে দেখলো ,তুমি
মিষ্টি হেসে ইজেলে তুলির শেষ টান দিয়ে
আকাশ রাঙ্গালে । শঙ্খ- ভোরে তোমার
দুচোখ গহীন গাং শিরায় শিরায় বিরহ ;
ডুবলে যমুনার অন্তস্রোতে।

আশ্চর্য বিস্ময় ছিল ওই সম্বোধনে !
রাত্রির নিবিড় আলিঙ্গনে জড়িয়ে
বলি দেখো এটাই ঐশ্বর্যময়ী লগ্ন মিলনের ।

বোধনের কাল তখনো বাকী
তুমি চারুকেশী জ্যোৎস্নায় ভাব- সমাহিত
মুগ্ধ প্রশান্তিতে ';
অতঃপর নিরেট মগ্নতা ভেঙ্গে জেগে উঠলে
পুরাণের অর্জুনের মতো ! !
দেয়াসীরা মাঙ্গলিক আচার শেষে এঁকে দিল
চন্দনের টিপ ।

দৃষ্টি মেলে দেখো , হাতে অঞ্জলি
কাজল টানা চোখে অপেক্ষায় শিশিরসিক্ত
শ্যামাঙ্গী অপরাজিতা। 



1 টি মন্তব্য: