কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - স্নেহাশীষ ব্যানার্জী



কিশলয়

খোলা জানালা দিয়ে হাতছানি দেয় অমলের দইওয়ালা ,
বেশ কঠিন ভেবেই প্রশ্নপত্র এড়িয়ে যায় কিশলয়ের দল ,
যদিও অমল ও দইওয়ালা টা সিলেবাসে আছে ,
তবু রচনাধর্মী উত্তর হয়ে কখনো ধরা দেয় নি ওরা ।

গণিতের মুকুল কীভাবে নব হল ভাবতে বসেছে সব চারাগাছ ,
যতবার যোগের চিহ্ন ধরে , দমকা হাওয়া কান মুলে দেয় ,
বলে , “ওরে ওটা ভাগের চিহ্ন , শিখবি কবে ?”

ভাগ আর বিয়োগই শিখল সবাই ,
বড় হয়ে কিশলয় অমল আর দইওয়ালার মত মাকে ভুলে গেল ,
চারাগাছ ভাগের চিহ্ন না বুঝেও মাটি ভাগ করল ,
দলিল থেকে ওরা বিয়োগ দিলো যাবতীয় যোগের সম্ভাবনা ।

লম্বায় বাড়ে সব চারাগাছ , কচিপাতা প্রস্থ বাড়ায় জ্ঞানের ,
সিলেবাসে ঠাসা বুকটা প্রতিদিন পাতলা হয় ,
ধুলো পড়ে সহজ পাঠে ’ !
জীবনের সহজ পাঠ যে কুমোর পাড়ার গরুর গাড়ি’-তেই আছে
কলসি হাঁড়ির ঢাকনা খুলে কেউ দেখে না ।
বৃষ্টির মধ্যেও নম্বর খোঁজে পিপাসার্ত চারাগাছ
কিশলয় ভেজে নম্বরে , পাতা ভর্তি নম্বরে ।

1 টি মন্তব্য:

  1. জীবনের সহজ পাঠ যে ‘ কুমোর পাড়ার গরুর গাড়ি’-তেই আছে –
    কলসি হাঁড়ির ঢাকনা খুলে কেউ দেখে না ।
    বৃষ্টির মধ্যেও নম্বর খোঁজে পিপাসার্ত চারাগাছ –
    কিশলয় ভেজে নম্বরে , পাতা ভর্তি নম্বরে ।


    অপূর্ব!!!

    উত্তরমুছুন