কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - অনন্যা

স্মৃতিহন্তা


কি যেন একটা বলার ছিলো তোমায়
ভুলে গেছি -
একলা পথে চলতে চলতে কখন যেন
তোমার হাত টি ধরার ছিল-
তাও ভুলে গেছি ।
ভেবেছিলাম স্বপ্ন দেশে উড়িয়ে দেবো
আমার ইচ্ছে পাখি
সেটাও ভুলেছি ।
ভুলেছি সবই ,
কিন্তু যাকে চেয়েছি বারবার ভুলতে
কেন সেই অতীত স্মৃতি ফিরে আসে আমার হৃদয় প্রান্তে ?
ঈশ্বর তুমি এতো নির্দয় কেন ,
আমার সকল স্মৃতি ভুলিয়ে দিয়ে
কেন তুমি মুক্তি দাও না আমায় হৃদয়ের বধ্যভূমি হতে ...।

1 টি মন্তব্য: