কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - আরশাদ উল্লাহ

মাধুরী


একাকিত্তের যন্ত্রনায় অসহায় আমি
বারবার তোমাকে ভাবি!
সাদা গিটার কিনে বাজাই এখন
শুধু তোমাকে ভেবে...
সেদিন তো হঠাৎ এসেছিলে তুমি
গিটারের ঝঙ্কার শোনে!
দাঁড়িয়ে দাঁতে নখ কাটতে কাটতে
তুমি চলে গেলে কিছু না বলে!
সাদা গিটার দেখেও কি কিছু তুমি বুঝলে না?

পুরানো গিটার রেখে নতুন গিটার বাজাই
তার মানেও কি তুমি বুঝলে না?
তুমি কিছু জানতেও চাইলে না!
সেদিন দাঁড়িয়ে কি যেনো কি বলে গেলে
অস্ফুট কন্ঠে - কিছুই যে বুঝলাম না!
যখন গিটার বাজাই
তখন নিরবে এসে তুমি দাঁড়িয়ে শোন
আর - দাঁতে নখ কাট শুধু...
আমাকে বলার কি কিছু নেই তোমার, মাধুরী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন