অনুভূতি ও পার্থক্য
তুমি চাইলে তাই কিছু না ভেবে
বাড়িয়ে দিলাম হাত, ঘন অন্ধকার রাতে
একপাশে চাঁদ দিল আলো আর
অন্য পাশে ঝি ঝি পোকার ডাক
মাঝে একটি ছায়ার মিলন
দেহ কি দুটি ছিল? শিশিরে ভেজা
ঘাস ছুঁয়ে এগিয়ে যাওয়া
নৌকাতে কি বৈঠা ছিল? না ভেবে পাড়ি দেওয়া।
স্বপ্নের ঘোর কুয়াশার চাদরে
অনুভূতি আর প্রশ্নের জাগ্রত মিলন।
কখনো কি দেখছ মাকড়সা কিভাবে জাল বুনে
চলে আপন অস্তিত্ব জানান দিয়ে?
ওরা কি স্বপ্ন দেখে, কেমন হয় ওদের স্বপ্ন?
নাকি অস্তিত্বের লড়াইয়ে সবটুকু অনুভূতি
দিয়ে নীড় বুনে শুধুই আপনার জন্য?
মাঝ রাতে যখন অনুভূতির জাল
আমাকে জড়িয়ে বুনে চলে
আমি তখন একাকী দাঁড়িয়ে থাকি
দেয়ালের এক প্রান্তে হেলান দিয়ে
রাত এমন হয়, খেয়াল তখন ধারণ করে
মাকড়সার রূপ, অস্তিত্ব, অনুভূতি, স্বপ্ন
আমার হয় না, আমি তখন বন্দী।
কষ্ট, ভালবাসা, স্বপ্নের রঙ ও
পার্থক্য খুঁজি তোমার আর মাকড়সার।
তুমি চাইলে তাই কিছু না ভেবে
বাড়িয়ে দিলাম হাত, ঘন অন্ধকার রাতে
একপাশে চাঁদ দিল আলো আর
অন্য পাশে ঝি ঝি পোকার ডাক
মাঝে একটি ছায়ার মিলন
দেহ কি দুটি ছিল? শিশিরে ভেজা
ঘাস ছুঁয়ে এগিয়ে যাওয়া
নৌকাতে কি বৈঠা ছিল? না ভেবে পাড়ি দেওয়া।
স্বপ্নের ঘোর কুয়াশার চাদরে
অনুভূতি আর প্রশ্নের জাগ্রত মিলন।
কখনো কি দেখছ মাকড়সা কিভাবে জাল বুনে
চলে আপন অস্তিত্ব জানান দিয়ে?
ওরা কি স্বপ্ন দেখে, কেমন হয় ওদের স্বপ্ন?
নাকি অস্তিত্বের লড়াইয়ে সবটুকু অনুভূতি
দিয়ে নীড় বুনে শুধুই আপনার জন্য?
মাঝ রাতে যখন অনুভূতির জাল
আমাকে জড়িয়ে বুনে চলে
আমি তখন একাকী দাঁড়িয়ে থাকি
দেয়ালের এক প্রান্তে হেলান দিয়ে
রাত এমন হয়, খেয়াল তখন ধারণ করে
মাকড়সার রূপ, অস্তিত্ব, অনুভূতি, স্বপ্ন
আমার হয় না, আমি তখন বন্দী।
কষ্ট, ভালবাসা, স্বপ্নের রঙ ও
পার্থক্য খুঁজি তোমার আর মাকড়সার।
কষ্ট, ভালবাসা, স্বপ্নের রঙ ও
উত্তরমুছুনপার্থক্য খুঁজি তোমার আর মাকড়সার।
চমৎকার সাথী!!!