কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - ঋতুপর্ণা সরকার

হিসেব


ছোটবেলায় মা অঙ্ক শিখিয়েছিলেন। যোগ, গুন ,ভাগ দিয়ে শুরু হল.........
পরে দশমিক থেকে জ্যামিতি, ত্রিকোণমিতি থেকে পারমুটেসোন,কম্বিনেশন!
অঙ্কটা ভালই পারতাম,শুধু বিয়োগটা ভাল লাগত না!
ভাবতাম,
যা আছে তার থেকে বিয়োগ করবো কেন?
আমার উনিশ বছর বয়েসে যেদিন মা মারা গেলেন,
সেদিন থেকে আমি বিয়োগের অঙ্কটা বুঝি।

যোগ ,গুন তো সহজেই পারতাম,নামতা টাও ছিল সড়গড়!
জীবনের একটা সময়ে গুনটা সহজেই করে নিলাম,
এক গুনিতক দুই সমান দুই হয়ে গেলাম।
অনায়াসে।
ঠিক তার পাঁচ বছর পরে যোগ ভুলে গেলাম!
আমি দুই এর সাথে আর যোগ করতে পারিনি......।
আমরা দুই ই রয়ে গেলাম।

জীবনের পথে চলতে গিয়ে দেখলাম বিভাজন!
সত্তার থেকে আত্মার
আত্মার থেকে মানুষের
মানুষ থেকে জীবনের।
বিভাজিত সেই জীবন থেকে পিছু হটতে হটতে আজকাল ভাগটা আমি ভালই করি,
বিয়োগটাও বুঝি!
শুধু যোগটাই মিলল না!!



1 টি মন্তব্য: