মানুষ ঠিক সময়ে রুখে ওঠে
হাহাকার করে ওঠে সীমাবদ্ধতা
কবির বুকে বিঁধে বল্লম
ক্ষতমুখে লাগে লবণাক্ত জ্বালা!
তবুও বিবেক বিক্রি করে না মানুষ
যাদের দেশ প্রেমে বিবেকে ধরেছে পোকা
সে পোকা নির্ধনে মানুষ নামে রাজপথে!
মানুষ জানে কিসের বিরুদ্ধে দাঁড়াতে হবে
মানুষ ঠিক সময়ে রুখে ওঠে এবং রুখে দেয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন