আবার কখন কোথায়
আবার কখন কোথায় দেখা হবে তোমার সাথে
সেই কবে থেকে তোমাকে দেখব বলে
আমি গুণছি অপেক্ষার প্রহর
কাদামাটির আমিষ আর পূর্ণিমার রেণু হাতে নিয়ে
কতদিন কতবছর পর আবার আমরা ছুটবো
নক্ষত্র গতিতে উর্ধ্বাকাশে
লতানো জীবনটা আবার ভালবাসার আধানে
জড়াবে তোমকে অভিমানে
নিশ্ছিদ্র্র সীমারেখায়
শিয়রের বা-দিকে ফিরে দেখব
তোমার অধর অশ্রু মুখ
আলো আঁধারি জলাভূমি সমুদ্র নেকট্যে
শুনব তোমার ঘুম ভাঙ্গানিয়া গান
তোমার সুগভীর শ্বাস প্রশ্বাস পদধ্বনি কন্ঠস্বর ।।
তোমার হাত ধরে হাঁটবো নিঝুম বনভূমির প্রান্ত ঘেঁষে
ভরা ভাদ্রের রোদ্দুরে
কিংবা জ্যোৎস্না ভেজা গভীর রাত্রিতে
হিমশীতল জলবায়ু ছুঁয়ে দিবে হৃদয় ও শরীর
স্পর্শ সুখে ঘুমাব বেলায় অবেলায়
তোমার ঝাঁকুনিতে ফিরে পাব সম্বিৎ
পৌঁছাব চেনা অচেনা শহর নগর বন্দরে ।।
আবার কখন কোথায় দেখা হবে তোমার সাথে
সেই কবে থেকে তোমাকে দেখব বলে
আমি গুণছি অপেক্ষার প্রহর
কাদামাটির আমিষ আর পূর্ণিমার রেণু হাতে নিয়ে
কতদিন কতবছর পর আবার আমরা ছুটবো
নক্ষত্র গতিতে উর্ধ্বাকাশে
লতানো জীবনটা আবার ভালবাসার আধানে
জড়াবে তোমকে অভিমানে
নিশ্ছিদ্র্র সীমারেখায়
শিয়রের বা-দিকে ফিরে দেখব
তোমার অধর অশ্রু মুখ
আলো আঁধারি জলাভূমি সমুদ্র নেকট্যে
শুনব তোমার ঘুম ভাঙ্গানিয়া গান
তোমার সুগভীর শ্বাস প্রশ্বাস পদধ্বনি কন্ঠস্বর ।।
তোমার হাত ধরে হাঁটবো নিঝুম বনভূমির প্রান্ত ঘেঁষে
ভরা ভাদ্রের রোদ্দুরে
কিংবা জ্যোৎস্না ভেজা গভীর রাত্রিতে
হিমশীতল জলবায়ু ছুঁয়ে দিবে হৃদয় ও শরীর
স্পর্শ সুখে ঘুমাব বেলায় অবেলায়
তোমার ঝাঁকুনিতে ফিরে পাব সম্বিৎ
পৌঁছাব চেনা অচেনা শহর নগর বন্দরে ।।
দারুণ!!!!
উত্তরমুছুন