কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

রবি শংকর স্মরণে - জাকির হোসেন

পন্ডিত রবি শংকর স্মরণে


উত্তর প্রদেশের বারানস কাঁদে !
বাংলাদেশের নড়াইলে তোমার পৈত্রিক নিবাস -
কালিয়া কাঁদে !
বিশ্বজুড়ে সুরের মূর্ছনায় বিষন্ন ব্যবধান ।
হটাত করেই তোমার শান্তিধামে গমন !
সমস্ত ভারত জুড়ে শোকের নীরবতা ।
বাংলাদেশ জুড়ে সংগীতপ্রেমীদের বেদনা ।
ভালবাসার তানপুরা-সেতার আর বাজবেনা !

ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাত ধরে -
তোমার সাধনা, মনন, ইচ্ছে-বলয়,
দোসর-জনম তুমে পেলে শাস্ত্রীয় সংগীতে ।
মহাকবি ইকবালের কাব্য-সুরেও তোমার কীর্তি ।
স্মৃতিময় হলো 'পথের পাঁচালী', 'অপরাজিত' এবং
'অপুর সংসার' এর সঙ্গীতগুচ্ছ ।
চীরকাল তুমি অমর বাংলাদেশের হৃদয়ে !
লাল-সবুজ পতাকার ভালবাসায় ।
'ফ্রেন্ডস অব বাংলাদেশ' -
তোমার মরণোত্তর উপহার ।
তোমার প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা ও
আজীবন সন্মাননা ।

তুমি নেই ! তবু আছ আমাদের হৃদয়ে !
বাংলাদেশের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু তুমি ।
আমাদের মুক্তিযুদ্ধে মানবাধিকার ও
'মানুষ মানুষের জন্য' - মানবতায় ছিলে তুমি ।
একদিকে-
বর্বর পাক-স্বৈরাচার বাহিনীর নির্মম গণহত্যা,
বাংলার আকাশ-বাতাস কাঁদছে বারুদে !
লক্ষ লক্ষ শরণার্থী প্রতিবেশী ভারতে অমানবিক জীবনে,
ধর্ষিত হচ্ছে কত অজানা বীরঙ্গনা সে বাংলায় !
নদীর জলে লাশ ও রক্তস্রোত !
স্বাধীনতার জন্য বাঙালির মুক্তিযুদ্ধ ।
অন্যদিকে-
নিউইয়র্ক এর ম্যাডিসন-স্কয়ার-গার্ডেনে,
'কনসার্ট ফর বাংলাদেশ' ।
মানবতা ও অধিকার আদায়ের উত্সাহে -
তোমার সেতারে বাজলো 'বাংলার ধুন' ।
জর্জ হ্যারিসনের 'বাংলাদেশ' গানে,
বব-ডিলানের গিটারেও মানবতার সুর ।
বাংলার মুক্তিযুদ্ধ ও অসহায় শরণার্থীদের জন্য -
তোমার ও ভিনদেশী বন্ধুদের,
'কনসার্ট ফর বাংলাদেশ' ও আন্তর্জাতিক অনুদান ।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরের জাদু তুমি ।
পশ্চিমা দেশে দেশে তোমার সেতারে মুগ্ধ কত শ্রোতা ।
যেন সমার্থক - তুমি ও ভারতীয় সঙ্গীত !
ভারত সরকার ও জনগনের অনন্য সন্মাননায় তুমি ।
'রাষ্ট্রপতি পদক', 'পদ্মভূষণ' ও 'ভারতরত্ন' ভূষণে তুমি ।
ভারতীয় রাজ্যসভার সন্মানিত সদস্যও ছিলে তুমি ।
তিন-তিনবার 'গ্রামি-অ্যাওয়ার্ড' জয়ে তুমি ।
ভিনদেশী কত 'সন্মানসূচক' উপাধিতেও তুমি !

তোমার পরস্পরা -
স্মৃতিময় অন্নুপুর্না দেবী, শু-জোন্স ও সুকন্যা কৈতান ।
তোমার উত্তরসুরী -
শুভেন্দ্র, আনুশকা শংকর ও নোরা-জোন্স ।
আপন সংস্কৃতি ও ঐতিয্য ধারণে ওরা প্রতিষ্ঠিত ।
তবুও ! এ যেন হটাত -
তোমাকে না পাওয়ার বেদনায় ওরা !
ওদের নীরব অশ্রুজল ও পিতৃহারা আর্তনাদ !

বিশ্ব-সংগীত জগতের কিংবদন্তী তুমি ।
কাঁদালে সেতারের মূর্ছনায় ! কাঁদালে বিশ্বকে !
প্রশান্ত, আটলান্টিক, আরব-পারস্য ও
ভারত মহাসাগরের শোকগাঁথায় তুমি ।
চিরন্তন, চীরসবুজ, শাস্ত্রীয় ও ধ্রুপদী পান্ডিত্যে তুমি ।
বঙ্গোপসাগর হতে জলকণা যাত্রায় -
মেঘের বন্ধুবেশে, হিমালয়ে শুভ্রতায় তুমি ।
তুমি রয়ে গেছো আজন্মলালিত সংগীতের প্রেমে !
মানুষের অকৃত্রিম ভালবাসায় ।

হটাত তোমার শান্তিধামে যাত্রা !
তবুও সংগীতের মূর্ছনায়, সেতার-বীন-বাদ্যে,
বিশ্বজুড়ে গণমাধ্যমে -
ইথারে সামাজিক যোগাযোগে, বন্ধু-সভায়
মানবতার প্রার্থনায়,
পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে আর্জি সবার !
" চীর শান্তিময় হোক তোমার আত্মা,
তোমার পরিবারের প্রতি সমবেদনা "

চীরকাল তুমি রবে বিশ্ব-সংগীতের হৃদয়ে !
আগামী প্রজন্মের চেতনায়, উত্সাহে -
শান্তির শপথে, মানবতার জয়োগানে !
গর্বিত ভারত ও বিশ্ববাসীর শ্রদ্ধা নিবেদনে -
ধরনীর আকাশে সন্ধ্যাতারা রূপে !
কবিতায়, গানে - নতুন বাণী-চিরন্তনে

" সেতার যদি হয় অবিনশ্বর -
শুধু তুমিই সেথায়, পন্ডিত রবিশংকর "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন