কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - সিদ্ধার্থ শর্মা

শাশ্বত ভাবনা


বিনিদ্র রাত -
অস্তিত্বের খোলা জানালা ...
এক পশলা বৃষ্টি নিরুদ্বেগ
জলমাখা ধুলিকণা
হামাগুড়ি দিয়ে ঢোকা
ল্যাম্পপোস্টের নিভু আলো
বাক্যরহিত স্পর্ধা
অপ্রাপ্তির বেদনার দহনে
আকাঙ্খার ঘৃতাহুতি
লোভী স্ফুলিঙ্গ
গ্রাস করে চেতনা
মুঠো মুঠো ছাই পায় ঠাঁই।
পাশে শুয়ে ভালবাসা
চিন্তার রেখাহীন নিষ্কলুষ মুখ
শান্ত সৌন্দর্যে টলমল
পুতুল খেলার মন নিয়ে
সজীব সবুজ স্নিগ্ধ
পরিচ্ছন্ন আকাশে পূর্নিমার চাঁদ
জোছনা ভাষা ধানক্ষেত
কোজাগরী চরাচর
খুঁটে খাওয়া স্বপ্নগুলো
ইঙ্গিত হীন শান্ত ঘুম।
ধুসর আলখাল্লা পরে এস ঘুম
রমনীয় চামর বুলিয়ে
মুছে দেয় চোখের কালি
নিরন্তর যন্ত্রনার পাঁচালি
নিয়ে যাও নির্ঘুম রাত্রি ক্লান্তিভার
মন্ত্রপূতঃ জল ছিটিয়ে শেষ কর
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
লাঞ্ছিত ভঙ্গুর জীবনের ইতিবৃত্ত
করোটি পূর্ণ নিরাকার অভিমান
নাহলে অন্তিম শ্বাসবায়ু টুকু। 


1 টি মন্তব্য:

  1. নিয়ে যাও নির্ঘুম রাত্রি ক্লান্তিভার
    মন্ত্রপূতঃ জল ছিটিয়ে শেষ কর
    দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
    লাঞ্ছিত ভঙ্গুর জীবনের ইতিবৃত্ত
    করোটি পূর্ণ নিরাকার অভিমান
    নাহলে অন্তিম শ্বাসবায়ু টুকু।

    এই কবিতাটা সত্যি সত্যি চমক দিল। অসম্ভব মন ছুঁয়ে গেল সিদ্ধার্থ। খুব ভালো, খুব।

    উত্তরমুছুন