কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

কবিতা - সাবর্ণ গোস্বামী

ঘুমাব এবার


যদি ঘুম আসে ঘুমাব এবার ,
অনেক তো হল ঘরের আলেখ্য আঁকা ,
উপলক্ষ্যের বিপ্লবী মোদো নেশায় -
কবিতায় রোজ লালা ঝরানো , কবি!

চৈত্রের দিন ডেকে নিয়ে যায় এসে ,
শীত দুপুরকে লোভ দেখিয়ে চাঁদের ,
বিকেলের শালে আদুরে ওমের জ্বর
ডেকে যায়, ঘুম আয়,আয় ঘুম দুটি চোখে ।

যদি ঘুম আসে ঘুমাব এবার ,
অনেক তো হল অচেনা প্রেমের পিঠ ছোঁয়া ,
প্রবাসী তৈলচিত্রের প’রে উল্লাসে দিনভর -
নেত্রজ জলাধার উপুড় করা , কবি!

গ্রীষ্মের সমাধি শেষে আষাঢ় জলকণা ,
শোকহীন হয়ে শরতে ওড়ায় ঘুড়ি ,
কার্তিক তবু শিশির শিকরে কাঁদে ,
অভ্র ছোঁয়না ঋতুর বরণডালার প্রদীপ।

যদি ঘুম আসে ঘুমাব এবার ,
জাগবনা আর অরন্য রঙ গায়ে মেখে ,
অনেক হয়েছে পাথর জমানো ঘাসে ,
পাথর স্পর্শে জলের স্বচ্ছ আলোর সাম্পানে -
গৃহউদাসীন কিশোরী জাগানো ,কবি!



1 টি মন্তব্য: