কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - নাফিসা ইসলাম

চিঠি
নাফিসা ইসলাম



তোমাকে রাখিনি তো বন্দি করে
এই মনে ভালবাসার কারাগার গড়ে;
আমাদের ভালবাসা তোমাকে দিয়েছে
অপার স্বাধীনতা উজাড় করে।

তুমি উড়ে যাও; যেমন করে
ভুবনচিল স্বাধীন ডানা মেলে
মেঘ ছুঁয়ে ছুঁয়ে উড়ে যায়
আকাশের আরও ওপরের আকাশে
বৃত্তাকার পথে; এক বিন্দুটি হয়ে
পৌঁছে যায় দৃষ্টির শেষ সীমানায়-
তুমি তেমন করেই উড়ে যাও ঐ আকাশে।

আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি-
যেন, যেতে চাও সূর‍্যের খুব কাছাকাছি-
ভরে নিতে সূর‍্যের যত আলো, তার বর্ণচ্ছটা -
তোমার দু'চোখে, ডানায়, পালকের ভাঁজে ভাঁজে।

মনের দুয়ার আগলে আমি অপেক্ষায় থাকি
তোমার সেই সূর‍্যোজ্জ্বল রূপ দেখব বলে-
কেমন করে তোমার পালকের ভাঁজে
জড়িয়ে থাকা সোনালী আলোর কণা
ছড়ায় স্বর্ণালী দুতি ! তার ছটায়
তোমার দু'চোখে রংধনুরর সাত রং
কেমন করে খেলে যায়! আমি থাকি
তারই প্রতিক্ষায়, প্রতি সাঁঝে।

যখন অন্য কোন আকাশে
সূর‍্য তার আলো ছড়াবে বলে
দিগন্তরেখায় মিলাবে; 

আমি জানি, 
তোমারই রচিত বৃত্তের পরিধি ধরে
তুমি আসবে ফিরে এই মনের ঘরে।
আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুধু দেখব তখন
তোমার অপরূপ সে রূপ নির্নিমেষে,
আবেশিত হব, সমর্পিত হব-
তোমাকে ভালবাসার অনুভবে।

যদি কোনদিন তুমি নাও আসো
ফিরে এই মনের দুয়ারে;
দুঃখ পাবো না যেনো; জানবে তখন
তোমাকে ভালবেসেই আছি বেঁচে।
আমি জানবো- তুমি আমারই আছো,
যেমন তুমি আমারই ছিলে।।

1 টি মন্তব্য: