কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - বর্ণালী গুপ্ত

ইনটারমিসন
বর্ণালী গুপ্ত



শেষ বিকেলের বৃষ্টিধারা আমাকে নাও
স্পর্শ স্নানে ধুয়ে দাও আমার বিগত শোক তাপ
নীলাভ জ্বরো রাতের অনুভুতি মাখা গান,
নিজের অজান্তেই লেখা নিষিদ্ধ অনুভব,
আজ ইনটেনসিভ কেয়ার ইউনিটের ধাতব খাঁচায় সঙ্গাহীন।
কত না লেখা কবিতার পংক্তি,কত না দেখা দৃশ্যের অনুরণন,
কত সুর স্পন্দ্‌ন রাগরাগিণীর নিখুঁত চলন।
সব কিছু ভাসিয়ে নিয়ে দাও সেই অনুভব
জীবনের তুচ্ছ খাঁচা বন্দী পাখি ডানা ঝাপটে নিজেই
আকাশ হয়ে উঠুক ...
নীল আকাশ.......আমাকে নাও।

৪টি মন্তব্য: