কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল সেনগুপ্ত

একান্তে
ইন্দ্রনীল সেনগুপ্ত




হঠাৎ স্তব্ধতা নেমে আসে,
হঠাৎ থেমে যায় কথা বলা, নিঃশ্বাস;
ঘাতক হাইওয়েতে পড়ে থাকে অবশেষ।
অনিদ্রা ক্রমশ জমতে থাকে কালো কফির কটুগন্ধ,
রাত কত এখন?
শরীর ক্লান্ত অবশ,
তবু ঘুম নেই।

জীবন কি আসলে কতগুলো মুহুর্ত?
যে মুহুর্ত রণিত হয় ইথারে তরঙ্গে,
যে মুহুর্তের লয় ক্ষয় নেই,
ওই দেখি আত্মজন একে একে যারা ছাড়িয়ে সীমানা
পৌঁছে গেছেন তারাতে,
আকাশের নির্বিবাদি ভোরে।

কিছুই হারায় না,
সুরে বাজে রাত্রিকালীন ভায়োলিন,
একে একে জেগে ওঠে তরঙ্গ ঢেউ,
ভেসে ওঠে মুখগুলো,
হাসি কথা,
ঠিক যেন তারা ঘোরে ফেরে তোমার পাশে-
একান্তে।

1 টি মন্তব্য: