কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - নাশিদা খান চৌধুরী

প্রবোধ
নাশিদা খান চৌধুরী



মনি-মুক্ত, সমুদ্র সেঁচে
এক বালতি বিষাদ কুড়োনো গেল
দেনা পাওনার শেষ বিকেলে;

আকাঙ্ক্ষায় কিছু জটিলতা ছিল
লোভ ছিল তার চাইতে বেশী।
তীক্ষ্ণ নজরে বাদ পড়েনি বাড়তি উচ্ছৃংখলতা
বিষবাষ্পে মজে যাওয়া কিছু কথপোকথন...
শুধু মুখ বুজে সয়ে যাওয়া সেচ ভূমিকা।

গোঙানো রাতের ফেটে যাওয়া কর্ণকুহরে
শ্রবণেন্দ্রিয় জাগ্রত করে, আড়চোখে দ্যাখে -
খেলতে খেলতে পুড়ছে তমসার প্রহর।

ইচ্ছে করে,
বিষাদের সাথে ছাই মেখে বিষিয়ে দি লোভীমুখ
অনর্গল লাঙল চালিয়ে প্রতিশোধ নেই নোনাভূমিতে
অট্টহাসি নিয়ে দেখে নেই শেষ অধ্যায়ের রঙ্গমঞ্চ
জিঘাংসার সুত্রপাতে নিরাময় হোক;

আহ্! পারিনা...
উল্টো, প্রতিনিয়ত উত্তাল ঢেউ-এ জলাঞ্জলি দেই কাপুরুষ মন। 


৪টি মন্তব্য: