কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - সিধ শর্মা

নিরুপায়
সিধ শর্মা



অস্তালয়ে নির্ঝরিণী পারে
প্রতিবিম্বিত মুখ মনে করে
ছিল সে কোনদিন মধু সঞ্চারিণী বনিতা
সুখপল্লবিনী মাধবীলতা
কষ্ট নিমজ্জিতা বধূ
কবির স্বপ্নঘরণী কবিতা।

বুক ঘসটে সরীসৃপ অতীত ফেরে
বর্তমানের দ্বারে
জ্বেলে বহ্নিশিখা অঙ্গারিত চিতা
সিঁদুর লিখন অবগুন্ঠন পারমিতা
তীব্র দহন ধূ ধূ
ভবিষ্যত হতচকিতা।

ক্রুদ্ধ রূঢ় বাস্তব রোষানল
লেলিহান শিখার দাবানল
বর্ণহীন গন্ধহীন শতদল
স্তম্ভিত ধূসর মরু ভূতল।

দূয়ারে ভালবাসা দীপ নিভে যায়
স্বপ্ন, প্রেম হতবাক নিরুপায়
চুক্তিপত্রে সীলমোহর দিয়ে যায়
অর্ধদগ্ধ অস্থি চিতা শয্যায়।

1 টি মন্তব্য:

  1. কবিতার প্রথম স্তবকেই বাজিমাত! এর পরের প্রতিটি স্তবক জ্বালাময়ী। শেষ স্তবক :

    দূয়ারে ভালবাসা দীপ নিভে যায়
    স্বপ্ন, প্রেম হতবাক নিরুপায়
    চুক্তিপত্রে সীলমোহর দিয়ে যায়
    অর্ধদগ্ধ অস্থি চিতা শয্যায়।

    অসাধারণ কবি! সম্পূর্ণতা এনে দিল শুরু থেকে ধারাবাহিকতায়। শুভ কামনা নিরন্তর কবি ...

    উত্তরমুছুন