কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - ঝুমা মজুমদার

একটা সাদামাটা গল্প 
ঝুমা মজুমদার



কোনদিন আগুনে পুড়তে শিখি নি
গলতে পারি নি বরফের মত অকপটে 
শুধু নতজানু চিলেকোঠার প্রথম বর্ষার কাছে
পরাজিত সৈনিকের বেশে ।

ভেজা জবজবে শরীরটাকে আস্তে আস্তে ঠেলে দি
শতছিদ্র ঘুণেকাটা ইতিহাসের পাতায়,
হলদেটে মলাটের ভাঁজে,
খোলা চুলে আমার অতীত
তোমার বুকে মুখ গুজে
নিশ্চিন্তে !

আজ যদি ফের বৃষ্টি আসে তালাবন্ধ চিলেকোঠায়
গুমোট মেঘের বুক ভেঙ্গে
ঝাপসা চোখে ছুঁয়ে দেখো,
আঙ্গুলের ডগায় এক চিলতে অতীত কে
স্পর্শে, গন্ধে, অনুভবে ...

1 টি মন্তব্য: