কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

অমৃতা মুখার্জ্জী

রিমঝিম- রুমঝুম

রি্মঝিম রুমঝুম বৃষ্টি যে পড়ছে
মেঘেদের গর্জনে বড় ভালো লাগছে।

গ্রীষ্মের পরই হই বর্ষার আগমন
গরমের জ্বালা থেকে নিস্তার পায় মন
হাওয়ার মাতনে লাগে গাছে গাছে ঘর্ষণ
ভাললাগে, বেশ লাগে বর্ষার এই বর্ষণ ।

বিদ্যুৎ চমকায়, চারিদিক মেঘে ছায়
বেনুবন মর্মর জেন কোন গীত গায়
ছলাত্‌ ছলাত্‌ জল চারিদিকে ছিটকায়
জমা জল রাস্তায় গাড়ি চলা আটকায় ।

নদীনালা, খালবিল জলে জলে ভরছে
টিপটিপ, অবিরাম বৃষ্টি যে পড়ছে ।
ফসলের জমিগুলি জলে যেন ভাসছে
চাষি ভাই খুশি খুব ফসল যে ফলছে ।

চুপচাপ শুনি বসে বর্ষার দুপুরে
ঝুম্‌ঝুম্‌ শব্দ হয় যেন নুপুরে
গান গেয়ে যায় হাওয়া অদ্ভুত বেসুরে
মন ছুটে চলে যায় , যেন কোন সুদুরে।

ভাললাগে ভাললাগে বর্ষার এই ঝুম্‌ঝুম্‌
বৃষ্টি যে পড়ছে রিম্‌ঝিম্‌ রুম্‌ঝুম্‌ ...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন